গোলাপগঞ্জ(সিলেট) থেকে ফারহান মাসউদ আফছর :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এম‌পিওভু‌ক্ত হ‌লো আরো ছয়টি শিক্ষা প্র‌তিষ্ঠান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, ঘোষিত ৬টি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩টি প্রতিষ্ঠানের কলেজ শাখা, একটির আলিম শাখা, একটি প্রতিষ্ঠানের দাখিল শাখা এবং একটি মাধ্যমিক বিদ্যালয় নতুন করে এমপিও ভুক্ত হয়েছে।
নতুন করে ৬ টি প্রতিষ্ঠান এমপিও হওয়ায় এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির প্রতি কৃতজ্ঞতা জানান।

নতুন এম‌পিও পাওয়া শিক্ষা প্র‌তিষ্ঠানগু‌লো হ‌চ্ছে- ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ (কলেজ শাখা), রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ (কলেজ শখা), হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ (কলেজ শখা), হাজী আব্দুস শহিদ মহিলা আলিম মাদ্রাসা (আলিম শাখা), মকবুল আহমদ একাডেমী (নিম্ন মাধ্যমিক) এবং মুল্লাবাড়ী জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা দাখিল শাখা ।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here