গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জ উপজেলার কিসমত মাইজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযািপত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন, আবৃত্তি, সঙ্গিত, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। পরে সারাদেশের সাথে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচিতে সভাপতির বক্তব্যে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কিসমত মাইজভাগ মগফুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুছ চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯মাসের যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছেন বীর মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল। আগামীর বঙ্গবন্ধুর সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে।
শিক্ষক ফারহানা বেগমের পরিচালনায় সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।