গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ খনিজ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব ইউনুছ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে প্রতিটি মানুষ নিজ নিজ ধর্মীয় আচার নির্বিঘ্নে পালন করে আসছেন। গোলাপগঞ্জেও সেই ধারা আবহমান কাল থেকে চলে আসছে। আমাদের পাস্পরিক সম্প্রীতির আবহমান ঐতিহ্য ধারণ করে এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কালে তিনি উপরোক্ত কথা বলেন।
সন্ধ্যা ৭টায় তিনি হেতিমগঞ্জ দেব বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি নিজতফা সার্বজনীন পূজা মন্ডপ, গোলাপগঞ্জ পৌরসভার মালিপাড়া শ্রী শ্রী রাধামাধব জিউর সার্বজনীন পূজা মন্ডপ এবং ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকসহ পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।