সংবাদ ডেস্ক :

জার্মানির একটি হাসপাতালে হ্যাকাররা হামলা চালিয়ে আইটি সিস্টেম ক্ষতিগ্রস্ত করে। এর ফলে একজন রোগীর মৃত্যু হয়েছে।

ডয়চে ভেলে অনলাইন জানায়, দেশটির ডুসেলডর্ফ শহরে হেইনরিস হাইনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত একটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হ্যাকাররা হাসপাতালটির অনলাইন সার্ভারে হামলা চালায়। এতে সেখানকার গুরুত্বপূর্ণ সফটওয়্যার দুর্বল হয়ে পড়ে।

ফলে হাসপাতাল পরিচালনার কাজে নিয়োজিত সিস্টেমটি রোগীদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়া থামিয়ে দেয়। এ সময় হাসপাতালের গুরুত্বপূর্ণ রোগীদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে একজন নারী রোগীকে চিকিৎসার জন্য অন্য শহরে স্থানান্তর করার পর তিনি মারা যান।

তবে হ্যাকাররা কোনো চাঁদা দাবি করেনি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আর হাসপাতালের সার্ভার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে বলে জানানো হয়।

নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের বিচারমন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়, হ্যাকাররা হাসপাতালটির ৩০টি সার্ভার আক্রমণ করে। এর একটি সার্ভারে চাঁদা দাবি করে চিরকুট রেখে যায় তারা। তবে চিরকুটটিতে হ্যাকারদের কোনো ঠিকানা উল্লেখ করা হয়নি।

তবে চিরকুটটি সরাসরি হাসপাতালকে নয় বরং হেইনরিস হাইনে বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য করে লেখা হয়।

পরে ডুসেলডর্ফ পুলিশ হ্যাকারদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের জানায় যে, এ আক্রমণের ফলে বিশ্ববিদ্যালয় নয় বরং হাসপাতালের রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তখন হ্যাকাররা হাসপাতালের হারানো ডেটা ফিরে পাওয়ার জন্য প্রয়োজনীয় কোড সরবরাহ করে। এরপর তারা সব যোগযোগ বিচ্ছিন্ন করে দেয়।

হ্যাকারদের শাস্তির আওতায় আনতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here