স্পোর্ট ডেস্ক :: বার্সেলোনার সঙ্গে জনপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির চুক্তি শেষ হওয়ার কথা ২০২১ সালে। ২০২০ সালের ১০ জুনের মধ্যে মেসি যদি ক্লাব ছাড়া কথা জানাতেন, তাহলে বার্সেলোনা তাঁকে বিনা মূল্যে ছেড়ে দিত। কিন্তু সময়সীমা পেরিয়ে যাওযায় মেসিকে নিয়ে যেতে আগ্রহী ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। বিনা ট্রান্সফার ফিতে লিওনেল মেসির দল ছাড়ার বিষয়ে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বার্সেলোনা।
রোববার দেয়া সেই বিবৃতিতে অবশ্য লা লিগা কথা বলেছে বার্সেলোনার পক্ষেই। লা লিগা বলেছে, মেসিকে দলে ভেড়াতে হলে সংশ্লিষ্ট ক্লাবকে ৭০০ মিলিয়ন বা ৭০ কোটি ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে।
২০১৭ সালে মেসির সঙ্গে বার্সেলোনার সবশেষ চুক্তিতে একটি শর্ত জুড়ে দেয়া আছে। সে শর্তে উল্লেখ আছে, মৌসুম শেষে মেসি ফ্রি টান্সফারে অন্য ক্লাবে যেতে পারবেন। মেসির আইনজীবীরা সে শর্তটাই সক্রিয় করতে চাইছেন। অন্যদিকে বার্সেলোনা বলছে, মেসির সঙ্গে চুক্তি আর বাকি ১২ মাসেরও কম (২০২১ সালের জুন পর্যন্ত)। সেজন্য মেসি বার্সেলোনা ছাড়লে ৭০ কোটি ইউরো পরিশোধ করতেই হবে।
রিলিজ ক্লজ নিয়ে ক্লাবের সঙ্গে একাধিকবার সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন মেসি।
রোববার কভিড-১৯ পরীক্ষা করাতেও আসেননি। আজ সোমবার দলের অনুশীলনেও নামবেন না বলে জানিয়েছেন। একদিকে মেসি ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অটল। বার্সেলোনাও মেসিকে ধরে রাখতে নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবস্থা যেদিকে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে। সেটা হলে দু’পক্ষের জন্যই ভালো উদাহরণ হয়ে থাকবে না।