সংবাদ ডেস্ক:  সৌদি আরবের যুবরাজ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সৌদ মারা গেছেন।  শনিবার (১৫ আগস্ট) দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে আরবের দৈনিক আরব নিউজ এক অনলাইন প্রতিবেদনে সৌদি যুবরাজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

অন্যদিকে সৌদি রয়্যাল কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাজধানী রিয়াদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৬২ সালের ২৭ অক্টোবর রিয়াদে জম্মগ্রহণ করেন আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সৌদ। বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের পঞ্চম পুত্র ছিলেন তিনি। তার হলেন রাজকুমারী আয়েদা ফুস্তুক।

যুক্তরাজ্যের হার্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেছেন সৌদি এই রাজপুত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here