সংবাদ ডেস্ক :

সদ্য প্রয়াত নন্দিত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন রাজশাহীবাসী।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে এন্ড্রু কিশোরের মরদেহ সরাসরি সিটি চার্চে নিয়ে যাওয়া হয়।

সেখানে শিল্পীর ঘনিষ্ঠজন, সংস্কৃতি ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এবং রাজশাহীর মানুষরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে পাশেই থাকা খ্রিষ্টান কবরস্থানে তাকে  সমাহিত করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

টানা ১০ মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোন-ভগ্নিপতির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here