সংবাদ ডেস্ক :
দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যেও বগুড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের মুখে বুধবার রাতে তাদের দুজনের বিয়ে হয়েছে।
উভয় পক্ষের পরিবার সূত্রে জানা গেছে, বগুড়া শহরের সেউজগাড়ি এলাকার এক মেয়ের সাথে একই শহরের নাটাইপাড়া এলাকার রিয়াদ নামের এক যুবকের ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চাকরির সুবাদে তারা দুজনই ঢাকায় থাকতেন। তারা ঢাকার শেওড়াপাড়ায় স্বামী- স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে একসাথে বসবাস করতো। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি ছুটি ঘোষণা হলে সেখান থেকে তারা বগুড়ায় আসে। এরপর রিয়াদ তার প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করে দেন।
তাই ফোনে যোগাযোগ করতে না পেরে বুধবার সকালে মেয়েটি তার প্রেমিক রিয়াদের বাসায় গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এ খবর পেয়ে পুলিশ তাদের দুজনকেই সদর থানায় নিয়ে আসে। রাতে এক পর্যায়ে মেয়েপক্ষ মামলা করতে চাইলে ছেলেপক্ষ বিয়েতে রাজি হয়।
এরপর উভয় পক্ষের অভিভাবকরা ছেলে এবং মেয়েকে নিজ নিজ জিম্মায় নিয়ে থানা থেকে চলে যায়। রাত সাড়ে ১১টার দিকে সদর থানা সংলগ্ন আকবরিয়া হোটেলের পেছনে কাজী ও মাওলানা ডেকে এনে দুই লাখ টাকা মোহরানা নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন হয়।
এ ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, ছেলে ও মেয়ে পক্ষের মধ্যে বিয়েতে সমঝোতা হওয়ার পর নিজ নিজ জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তবে রাতে বিয়ে হয়েছে কিনা তা জানি না।