সংবাদ ডেস্ক ::

শুক্রবার (১০ মে) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দুই দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে। এর প্রভাব পড়েছে জনজীবনেও। প্রচণ্ড গরমে রাজধানীবাসী যেন অতিষ্ঠ।

আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার বৃষ্টি হওয়া বা তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকাল রোববার রাতে বা তারপরে বৃষ্টি হতে পারে।

শুধু রাজধানী না, নোয়াখালী ও দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদফতরের শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস।

এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ঢাকা শহরে আগামীকাল রাতে বা তার পরে বৃষ্টি হতে পারে। তবে আগামীকালের পর দেশের আরও অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তখন তাপমাত্রাও কমবে।

শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পশ্চিমাংশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে নেত্রকোনায়, ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here