সংবাদ ডেস্ক :: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে পিঠা মেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার ১২ জানুয়ারি।
ঐদিন সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন সিলেট বিভাগীয় কমিশনার মোছাম্মাৎ নাজমানারা খানুম।
এদিকে, মেলা উপলক্ষে রয়েছে বর্ণাঢ্য আয়োজন। দিনব্যাপী মেলায় নারী ব্যবসায়ীদের মধ্যে খেলা হবে। এছাড়াও সাংস্কৃতিক আয়োজনও রয়েছে।
আয়োজিত মেলায় সিলেট বিভাগের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। এতে স্টল বরাদ্দও চলছে। স্টলের জন্য ১০ জানুয়ারী পর্যন্ত সময় রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি স্বর্ণলতা রায়।
… [Trackback]
[…] Info on that Topic: dailyshongbad.com/2018/01/07/সিলেটে-পিঠা-মেলা-১২-জানুয়/ […]
… [Trackback]
[…] There you will find 46231 more Info on that Topic: dailyshongbad.com/2018/01/07/সিলেটে-পিঠা-মেলা-১২-জানুয়/ […]