সংবাদ ডেস্ক :: কথাসাহিত্যিক শওকত আলীকে লাইফ সাপোর্টে। ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টায় শওকত আলীকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।শওকত আলীশওকত আলীর ছেলে আসিফ শওকত কল্লোল গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। কল্লোল জানান, শনিবার ভোর ৫টার সময় তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। রক্তে সংক্রমণজনিত কারণে অসুস্থ হয়ে পড়া । তার শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে গেছে ফলে তার জ্ঞান ফিরছে না বলে পরিবারকে জানিয়েছেন চিকিৎসকরা। এই সাপোর্টের ফলে সোডিয়ামের মাত্রা কমতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। বাংলা কথাসাহিত্যে অন্যতম ব্যক্তিত্ব শওকত আলী। ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি দিনাজপুরের রায়গঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবেই বেড়ে উঠেছেন রাজনীতি-সচেতন ও সংস্কৃতিমনা পরিবেশে। ছোটবেলা থেকেই তিনি সংস্পর্শে এসেছেন বইয়ের। শওকত আলীর লেখা পাঠকনন্দিত উপন্যাসের তালিকায় রয়েছে ‘যাত্রা’, ‘প্রদোষে প্রাকৃতজন’, ‘দক্ষিণায়নের দিন’, ‘উত্তরের খেপ’ প্রভৃতি। এর মধ্যে ‘উত্তরের খেপ’ অবলম্বনে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।সাহিত্য চর্চার স্বীকৃতি হিসেবে ১৯৮৬ সালে ফিলিপস সাহিত্য পুরস্কার পান শওকত আলী। ১৯৫৮ সালে এম.এ. পাস করে দিনাজপুরের একটি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।১৯৫৯ সালের শেষের দিকে তিনি ঠাকুরগাঁও কলেজে বাংলার শিক্ষক পদে নিয়োগ পান।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here