সংবাদ ডেস্ক :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। বুধবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আকিল শাহ (৫০)। তিনি কালীনগর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে নিহত আকিলের শিম ক্ষেত তার ভাই দিলোয়ারের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে দুই ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভাই সিদ্দিক আলী ও দিলোয়ার লোহার রড দিয়ে আকিলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। সিলেট যাওয়ার পথে আকিল মারা যান। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে দিরাই থানার ওসি মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো মামলা হয়নি। হলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here