সংবাদ ডেস্ক :: বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চ্যালেঞ্জ নিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এ কে এম শাজাহান কামাল। তিনি বলেছেন, ‘বিমানের অনেক বদনাম শুনেছি। কিন্তু এই বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার ৯ মাসের চ্যালেঞ্জ। জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও বিমানের এই বদনাম আমি ঘুচাবো।’
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিজ কক্ষে মন্ত্রী শাজাহান কামাল এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রথম সচিবালয়ের ৬নং ভবনের ১৯ তলায় নিজ কর্মস্থলে যান তিনি। এসময় সাবেক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ছাড়াও মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী সচিবালয়ে পৌঁছে নিজ রুমে প্রবেশ করার পর তার পূর্বসূরী রাশেদ খান মেনন তাকে ধরে মন্ত্রীর চেয়ারে বসান। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমি মন্ত্রী হওয়ার পর এই দফতরের দায়িত্ব পেলে অনেকেই বলেছে, এই মন্ত্রণালয় একটা আগুনের কুণ্ড। আমি সেই আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি। অনেকের কাছেই বিমানের অনেক বদনাম আমি শুনেছি। আমি বলতে চাই, আমার হাতে সময় মাত্র ৯ মাস। জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও বিমানের এই বদনাম আমি ঘুচাবো। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করব।’
মন্ত্রিত্বের দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহান কামাল বলেন, ‘জীবনে কোনোদিন ভাবিনি মন্ত্রী হবো। নেত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রী বানিয়েছেন। এই মর্যাদার জায়গায় বসিয়েছেন। আমি তার এই বিশ্বাস ও মর্যাদা রাখার চেষ্টা করব। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার প্রধান চ্যালেঞ্জ।’
এই চ্যালেঞ্জ উত্তরণে সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, ‘আমাকে যারা বলেছে, এটি আগুন, আমি সততা দিয়ে, কাজ দিয়ে এই আগুনকে পানি করে দেবো। এ কাজে আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। আমার বিশ্বাস, আপনাদের সহযোগিতা পেলে এটা কোনও দুঃসাধ্য কাজ নয়।’
তার মন্ত্রণালয়ের পূর্বসূরী রাশেদ খান মেনন সম্পর্কে তিনি বলেন, ‘মেনন ভাই আমার বড় ভাই, বিজ্ঞ রাজনীতিবিদ। তিনি এই মন্ত্রণালয়ের অনেক কাজ করেছেন, অনেক সফলতা তার আছে। আমি মন্ত্রণালয় চালাতে গিয়ে যেকোনও প্রয়োজনে তার পরামর্শ নেবো।’
এসময় রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘আমি যতদিন দায়িত্বে ছিলাম, ভালো কাজ করার চেষ্টা করেছি। কখনও সুনাম, কখনও বদনাম হয়েছে। তারপরও কাজ করেছি।’
শাজাহান কামাল দায়িত্ব গ্রহণের পর রাশেদ খান মেনন বিদায় নিয়ে তার নতুন দফতর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পথে রওনা হন। সেখানে সাড়ে ১২টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here