ফাইল ছবি

 

সংবাদ ডেস্ক ::  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ভেতরে বিমানবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন অহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ১৫ জন সেনা ও বিমানবাহিনীর উচ্চপদস্ত কর্মকর্তাসহ বিদেশী অতিথি ছিলেন বলে জানা গেছে।

বুধবার সকাল ১০টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরহাদ ও দুইজন বিদেশী। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুই বিদেশীকে মৌলভীবাজার সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

হেলিকপ্টারটি অবতরণের সময় ঘন কুয়াশার কারণে ট্রেনিং শেডে আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারের ডানা ভেঙ্গে গেছে।

শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইএসপিআর পরবর্তীতে বিস্তারিত জানাবে।

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here