সংবাদ ডেস্ক :: বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কে আজ সকালে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজিতে থাকা ১ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কের নাগেশ্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত যাত্রী শাকিল (২০)। সে বড়লেখার শাহবাজপুর ইউনিয়নের সিদরপুর গ্রামের বাসিন্দা।
আহত সিএনজি চালককে এম্বুলেন্স যোগে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।
এদিকে, ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি পুরোপুরি ধুমড়ে মুচড়ে গেছে বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ট্রাক ও চলককে আটক করে রেখেছে।
… [Trackback]
[…] There you can find 81661 additional Info to that Topic: dailyshongbad.com/2018/01/03/বিয়ানীবাজারে-ট্রাক-সিএনজ/ […]
… [Trackback]
[…] Read More to that Topic: dailyshongbad.com/2018/01/03/বিয়ানীবাজারে-ট্রাক-সিএনজ/ […]