সংবাদ ডেস্ক ::পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের কারণে কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। এ অবস্থায় পাথরখেকোরা আঘাত হানছে ধলাই সেতুর পাদদেশে। ফলে হুমকির মুখে পড়েছে পুরো সেতুটি।
গতকাল মঙ্গলবার বিকেলে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৫টি বোমা মেশিন ধ্বংস করে। এসময় বোমা মেশিন চালানোর কাজে সহযোগিতার অভিযোগে জুয়েল রানা নামের এক যুবককে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন।
কোম্পানীগঞ্জের পূর্ব ও পশ্চিম ইসলামপুর ইউনিয়নের মানুষের মধ্যে নির্বিঘœ চলাচলের পথ সুগম করেছে ধলাই সেতু। এ সেতুর উত্তরে মাত্র দু’শ গজ দূরে অর্ধ-শতাধিক বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন শুরু করে একটি চক্র। অপরিকল্পিত উপায়ে এবং মাটির গভীর তলদেশ থেকে পাথর উত্তোলনের ফলে হুমকির মুখে পড়ে সেতুটি। এ অবস্থায় আতঙ্কিত কলাবাড়ি, কালিবাড়ি ও ভোলাগঞ্জ গ্রামের লোকজন বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে নিয়ে আসেন। পরে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ধলাই সেতু এলাকায় টাস্কফোর্সের অভিযান চালানো হয়। অভিযানকালে পাথর উত্তোলনকাজে ব্যবহৃত ৫টি বোমা মেশিন জব্দ করা হয় এবং ধ্বংস করা হয়।
এসময় বোমা মেশিন চালানোর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে জুয়েল রানা (২২) নামের এক যুবককে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট বসিয়ে তাকে ১৫ দিনের সাজা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ জানান, ধলাই সেতু ঝুঁকিতে ফেলে দিয়ে একটি চক্র বোমা মেশিনের সাহায্যে পাথর উত্তোলন করছিল। বিষয়টি অবগত হয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৫টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে এবং বোমা মেশিন চালানোর কাজে সহযোগিতার অভিযোগে একজনকে ১৫ দিনের সাজা প্রদান করা হয়েছে।

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here