সংবাদ ডেস্ক :: ব্রাজিলের মধ্যাঞ্চলীয় রাজ্য গোইয়াসের একটি জেলখানায় কারাবন্দিদের দাঙ্গায় ৯ জন নিহত হয়েছেন।
সোমবার বন্দিদের একটি সশস্ত্র দল প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের ওপর হামলা চালালে দাঙ্গা বেঁধে যায়। এ সময় প্রতিপক্ষ এক বন্দির শিরশ্ছেদ করে বলে জানিয়েছে ব্রাজিল পুলিশ।
গোলাগুলির পর উভয় পক্ষের প্রায় ১০০ বন্দি বেরিয়ে পড়ে।
পুলিশ দাবি করেছে, কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে তারা।
… [Trackback]
[…] Here you will find 61938 additional Information on that Topic: dailyshongbad.com/2018/01/02/ব্রাজিলে-জেলখানার-দাঙ্গা/ […]