সংবাদ ডেস্ক :: সিলেট নগরীর বারখলা এলাকার রত্নাখাল ও জৈন্তারখালের দু’পাশ দখল করে নির্মিত জাহাজ বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ বুধবার সকালে সিটি করপোরেশনের ২৫ ও ২৬ নং ওয়ার্ডের বারখলা, খায়েস্তরাইল, দাউদপুর, মুছারগাঁও ও ঝালপাড়া এলাকার বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করার সময় এ নির্দেশ দেন মেয়র।
এছাড়া বারখলা এলাকার রত্নাখাল ও জৈন্তারখালের উপর নির্মিতব্য কালভার্ট ও গার্ডওয়ালের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফ।
এ সময় বারখলা রূপালী আবাসিক এলাকার বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে ঐ এলাকার মধ্য দিয়ে নতুন করে একটি ড্রেন খননের উদ্যোগ নেন মেয়র।
পরে দাউদপুর, মুছারগাঁও এলাকার হযরত আকিল শাহ (রহ.)এর মাজার সংলগ্ন এলাকার ড্রেন পরিদর্শন করেন মেয়র। এসময় স্থানিয় ওয়ার্ডবাসীরা মেয়রের কাছে জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা কথা তুলে ধরেন। মেয়র তাদের দাবির প্রেক্ষিতে দ্রুত এসব এলাকার খাল,নালা ও কালভার্ট পরিষ্কার ও নির্মানের নির্দেশ দেন করপোরেশনের কর্মকর্তাদের।
পরে মেয়র ঝালপাড়া সড়ক প্রশস্থকরণ কাজ পরিদর্শন করেন। এসময় ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, ও শামছুল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
… [Trackback]
[…] Read More on on that Topic: dailyshongbad.com/2018/01/02/জাহাজ-বিল্ডিং-ভাঙ্গার/ […]
… [Trackback]
[…] Read More Info here on that Topic: dailyshongbad.com/2018/01/02/জাহাজ-বিল্ডিং-ভাঙ্গার/ […]