সংবাদ ডেস্ক ::  সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় চার শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় একটি পাথর কোয়ারির গর্তে শ্রমিকরা কাজ করছিলেন। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গর্তের মাটি ধসে চাপা পড়ে নিহত হন চার শ্রমিক।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে গোায়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন জানান, তিনি দুইজন নিহত হওয়ার খবর পেয়েছেন।

তব ঘটনাস্থল থেকে গোয়াইনঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুনেদ আহমদ জানান, ৪ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানান এসআই জুনেদ।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here