সংবাদ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের গুলিতে ইউনুছ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার রাত ১১টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের মাগুরউণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত ইউনুছ মাদক ব্যবসায়ী ছিলেন।
সহকারী পুলিশ সুপার রাজু আহমেদ জানান, রাতে চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান একজন কনস্টেবল নিয়ে মাগুরউণ্ডা গ্রামে আসামি ধরতে যান। সেখানে একটি ঘরে আসামি আছে সন্দেহে তারা ঢুকে পড়েন। এ সময় ওই ঘরে চার ব্যক্তি মাদক সেবন করছিল। তাদের একজন ছিল মাদক সম্রাট ইউনুছ মিয়া। পুলিশ হয়তো তাকেই ধরতে এসেছে এমন ধারণার প্রেক্ষিতে ইউনুছ একটি ধারালো অস্ত্র নিয়ে এসআই আতাউরকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এসআই আতাউর রহমান নিজের পিস্তল থেকে গুলি ছুড়লে ঘটনাস্থলেই ইউনুছের মৃত্যু হয়।
তিনি জানান, খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ইউনুছের ধারালো অস্ত্রের আঘাতে আহত এসআই আতাউরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
… [Trackback]
[…] Info on that Topic: dailyshongbad.com/2018/01/01/হবিগঞ্জে-পুলিশের-গুলিতে/ […]
… [Trackback]
[…] Find More on to that Topic: dailyshongbad.com/2018/01/01/হবিগঞ্জে-পুলিশের-গুলিতে/ […]