মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজার শহরের একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩০ ডিসেম্বর ) দুপুর দেড়টার দিকে শহরের শাহ মোস্তফা সড়কের বেসরকারি প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত ছেলে শিশুটি জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চাঁদবাঘ গ্রামের আলকু মালিক ও রেখা বেগম দম্পতির।
নিহত নবজাতকের মা রেখা বেগমের অভিযোগ, ‘জন্মের পর তার সন্তান সুস্থই ছিল। শনিবার দুপুরে হাসপাতালের নার্স একাধারে দুটি ইনজেকশন পুশ করার ১০ মিনিটের মধ্যে তার ছেলে মারা যায়। ইনজেকশন দেওয়ার পেই শিশুটি নিস্তেজ হয়ে যায়। পরে হাসপাতাল থেকে ডেড নোটিশ দিয়ে জানানো হয় সে মারা গেছে।’
এব্যাপারে হাসপাতালের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম জনি জানান, শিশুটি জন্মের পর সুস্থ ছিল না, তবুও তার বাবা বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। আমরা বারণ করেছি। অসুস্থ নবজাতককে তারা কোনও চিকিৎসা করাতেও রাজি হয়নি। পরে নবজাতকের অবস্থা খারাপ হলে আমরা চিকিৎসা দেই। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহম্মদ সংবাদ মাধ্যমকে  বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here