সংবাদ ডেস্ক :: নতুন বছরের প্রথম দিনই মাঠে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে আগামী পহেলা জানুয়ারি সোমবার মুখোমুখি হচ্ছে কিউই ও ক্যারিবীয়রা। বছরের প্রথম দিনই জয় পেতে চায় দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। টেস্ট ও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের পর ৩ ম্যাচের টি-২০ লড়াই শুরু করে নিউজিল্যান্ড। নেলসনে প্রথম টি-২০ ম্যাচেই ক্যারিবীয়দের হারের লজ্জা দেয় কিউইরা। ৪৭ রানের ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান করে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ৫৫ ও কলিন মুনরো ৫৩ রান করেন। জবাবে ১৯ ওভারে ৪০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আন্দ্রে ফ্লেচার। নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা সেত রেন্স ও অধিনায়ক টিম সাউদি ৩টি করে উইকেট নেন।
প্রথম টি-২০ ম্যাচে দলের পারফরমেন্স মাঠের বাইরে বসেই দেখেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্রামে থাকার কারণে উইলিয়ামসনের জায়গায় দলের নেতৃত্ব দিয়েছেন পেসার সাউদি। দলে ফেরায় শেষ দু’ম্যাচে দলের নেতৃত্ব দিবেন উইলিয়ামসনই। নতুন বছরের প্রথম দিনই টি-২০ ম্যাচ নিয়ে নিউজিল্যান্ড দলপতি বলেন, নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছি আমরা। আমাদের লক্ষ্য জয় দিয়ে নতুন বছর শুরু করা। নতুন বছরের প্রথম ম্যাচ নিয়ে সবাই উচ্ছ্বসিত। ভালো পারফরমেন্স করে বছর শুরুর ইচ্ছা সকলের। তবে সিরিজের প্রথম ম্যাচে যেভাবে আমরা আধিপত্য বিস্তার করে খেলেছি, তাতে জয় পাওয়া আমাদের জন্য কঠিন কিছুই নয়। এভাবে খেলতে পারলে আমরাই জিততে পারবো।
হার দিয়ে বছর শেষ করলেও, জয় দিয়ে বছর শুরুর কথা বললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। এজন্য দলের কাছ থেকে সেরা পারফরমেন্স প্রত্যাশা করেন তিনি, ‘ওয়ানডের মত টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। জয় পেতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং পারফরমেন্স করতে হবে। আশা করছি, বছরের প্রথম দিন আমরা ভালো পারফরমেন্স করতে পারবো এবং জয় দিয়ে বছর শুরু করতে পারবো।
নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ডগ ব্রেসওয়েলম, টম ব্রুস, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, আনারু কিচেন, গ্লেন ফিলিপস, সিত রেন্স, মিচেল স্যান্টনার ও ইশ সোধি।
ওয়েস্ট ইন্ডিজ দল
কালোর্স ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রন্সফোর্ড বিটন, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শাই হাপ, জেসন মোহাম্মদ, আসলে নার্স, রোভম্যান পাওয়েল, জেরম টেইলর, চাদউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।