সংবাদ ডেস্ক :: বরিশালও সিলেটে নতুন দুটি বিমান ঘাঁটি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে যশোরে বিমানবাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় জাতির জনকের নির্দেশ মেনে বিমান বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করার নির্দেশ দেন। তিনি বলেন, অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে যোগ্য উত্তরসূরী হিসেবে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের গড়ে উঠতে হবে।
তিনি জানান, বঙ্গবন্ধুর গ্রহণ করা পদক্ষেপের ধারাবাহিকতায় বর্তমান সরকার বিমান বাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। এসময় বিমান বাহিনীর আধুনিকায়নে বঙ্গবন্ধুর নেওয়া পদক্ষেপগুলো আরেকবার স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে আজ বিকেলে যশোর ঈদগাহ ময়দানে দলীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের মেয়াদে যশোরে এটিই হবে তার প্রথম জনসভা। যশোরে বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর সফর উপলক্ষে সাজ সাজ রব পড়েছে জেলা শহরে। শহরের অলিগলি ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে।
… [Trackback]
[…] Information to that Topic: dailyshongbad.com/2017/12/31/জাতির-জনকের-নির্দেশ-মেনে/ […]
… [Trackback]
[…] Find More Information here on that Topic: dailyshongbad.com/2017/12/31/জাতির-জনকের-নির্দেশ-মেনে/ […]
… [Trackback]
[…] Find More Information here to that Topic: dailyshongbad.com/2017/12/31/জাতির-জনকের-নির্দেশ-মেনে/ […]
… [Trackback]
[…] Read More on on that Topic: dailyshongbad.com/2017/12/31/জাতির-জনকের-নির্দেশ-মেনে/ […]