সংবাদ ডেস্ক :: সিলেট প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯১.৮৭ । যা গতবারের চেয়ে ৫.৯ শতাংশ কম। গতবারের পাশের হার ছিল ৯৭.৭৭
এ বছর জিপিএ–৫ পেয়েছে মোট ৩ হাজার ৩০১শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ১হাজার ৩শ’ ৯০ ও মেয়ে ১হাজার ৯শ’ ১১জন।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে মোট ৭১ হাজার ৯শ’ ৩৫জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৫হাজার ৭শ’৫০ জন। এদের মধ্যে ছেলে ২৯ হাজার ৫শ’৭২ ও মেয়ে শিক্ষার্থী ৩৬ হাজার ১শ ৭৮জন।
ছেলেদের পাসের হার ৯১.৫৪ ও মেয়েদের পাসের হার ৯২.২১।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম বলেন, এবার যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্র হওয়ায় পরীক্ষা তুলনামুলক ভাল হয়েছে।
এদিকে,
সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৯.৪১। যা গতবারের থেকে ৩.৯৬ শতাংশ কম। গতবারে পাশের হার ছিলো ৯৩.৫৭।
পাসের হাসের সূচকের মতো এবার কমেছে জিপিএ–৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ–৫ পেয়েছে মোট ৭ হাজার ৬২১ শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৩ হাজার ১শ’ ৭০ ও মেয়ে ৪ হাজার ৪শ’ ৫১জন।
যা গতবারের তুলনায় ২৬৩৪ টি কম।গতবার জিপিএ–৫ পায় ১০ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।
শনিবার দুপুর ১২টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ।
বোর্ডের অধিনে মোট ১ লক্ষ ৩৫ হাজার ২শ’ ০২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লক্ষ ২০হাজার ৮শ’৮২ জন। এদের মধ্যে ছেলে ৫১ হাজার ৭শ’ ৯৩ ও মেয়ে শিক্ষার্থী ৬৯ হাজার ৮৯জন।
বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯.২৪ ও মেয়েদের পাসের হার ৮৯.৫৩।
… [Trackback]
[…] Read More on on that Topic: dailyshongbad.com/2017/12/30/সিলেট-শিক্ষাবোর্ডে-পিএসস/ […]
… [Trackback]
[…] Read More on on that Topic: dailyshongbad.com/2017/12/30/সিলেট-শিক্ষাবোর্ডে-পিএসস/ […]