সংবাদ ডেস্ক ::সিলেট প্রেসক্লাবের সভাপতি পদে সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির ও সাধারন সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ নির্বাচিত হয়েছেন। ভোট গণণাশেষে শনিবার রাত সোয়া ৮টায় প্রেসক্লাব নির্বাচন কমিশনের প্রধান ই ইউ শহীদুল ইসলাম শাহীন এ ফলাফল ঘোষণা করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ইকরামুল কবির ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অপর দুই প্রার্থী ইকবাল সিদ্দিকী পান ৫০ ভোট ও মোহাম্মদ বদরুদ্দোজা বদর পান ৪ ভোট।
সহ-সভাপতি পদে এনামুল হক জুবের ৫৭ ও এম এ হান্নান ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ফারুক আহমদ পান ৩৫ ভোট ও অপর প্রার্থী কামকামুর রাজ্জাক রুনু পান ২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ইকবাল মাহমুদ ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর তিন প্রার্থী মঈনুল হক বুলবুল ৩৪ ভোট, আব্দুর রশিদ মো. রেনু ৩২ ভোট ও খালেদ আহমদ পান ৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ইয়াহইয়া ফজল ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর প্রার্থী মো. আবদুল আহাদ পান ৫৩ ভোট।
কোষাধ্যক্ষ পদে শাহাব উদ্দিন শিহাব ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে আব্দুল বাতিন ফয়সল ৪৩ ভোট ও ফয়সাল আমীন পান ১৫ ভোট।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে নূর আহমদ ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে মারুফ আহমদ পান ৫১ ভোট।
পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে খালেদ আহমদ ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে সোয়েব বাসিত ৪৫ ভোট, আহমদ মারুফ ১৫ ভোট ও সৈয়দ সাইমূম আনজুম ইভান পান ১ ভোট।
সদস্য পদে মো. ফয়ছল আলম ৫৮ ভোট, শুয়াইবুল ইসলাম ৫২ ভোট, দিগেন সিংহ ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর তিন প্রার্থী সুনীল সিংহ ৪৪ ভোট, রত্না আহমদ তামান্না ৩০ ভোট ও মো. বদরুর রহমান বাবর ১৬ ভোট পান।
নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার ছিলেন এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মো. ইরাফনুজ্জামান চৌধুরী ও এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।
সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে ডেইলি সংবাদ’র পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
… [Trackback]
[…] Read More to that Topic: dailyshongbad.com/2017/12/30/সভাপতি-পদ-ধরে-রাখলেন-ইকরা/ […]