সংবাদ ডেস্ক :: সোমবার (১ জানুয়ারি) সারাদেশজুড়ে উদযাপন হবে বই উৎসব। এদিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বিনামূল্যে নতুন বই। বই উৎসবে মাতবে সিলেট বিভাগও। এই উৎসবে সিলেট বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিতরণ করা হবে প্রায় ৮০ লাখ নতুন বই।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, প্রতিবারের ন্যায় এবারও সিলেটে পর্যাপ্ত পরিমাণ বই এসেছে। সিলেট বিভাগের ৫ হাজার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭ হাজার ৯২৪টি বেসরকারি বিদ্যালয় একসাথে বই পেয়েছে।

এবারের সিলেট বিভাগে ১৬ লাখ ৬৮ হাজার ৭০৭জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ হবে ৭৯ লাখ ৯৪ হাজার ৪২৮টি। ইতোমধ্যে সিলেটের সকল প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছে গেছে।

সূত্রে আরো জানা যায়, বিভাগে ৫ হাজার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সিলেটে ১ হাজার ৪৫৩টি, সুনামগঞ্জে ১ হাজার ৪৬৫টি, হবিগঞ্জে ১ হাজার ৪১টি ও মৌলভীবাজারে ১ হাজার ৪৮টি এবং ১ হাজার ৪২৪টি কেজি স্কুল, ২ হাজার ২৪৯টি আনন্দ স্কুল, ৩ হাজার ৯৪৮টি এনজিও পরিচালিত স্কুল ও ৩০২টি মাদ্রাসায় একসঙ্গে এ বই বিতরণ করা হবে।

সিলেটের বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহিমনা আক্তার জানান, সিলেট থেকে এবার ৮২ লাখ ৪৬ হাজার ৭১৬ টি বইয়ের চাহিদা পাঠানো হয়। এ চাহিদার বিপরীতে ৭৯ লাখ ৯৪ হাজার ৪২৮টি বই এসেছে। সিলেটের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন বই পাওয়ায় প্রতিটি বিদ্যালয় এখন বই উৎসব উদযাপনে প্রস্তুত।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here