সংবাদ ডেস্ক :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক যুগের ইতিহাসে প্রথমবারের মত সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি। সমাবর্তনকে লক্ষ রেখে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত প্রকাশিত ফলাফলে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েটগণ আগামী রোববার পর্যন্ত নির্ধারিত প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
এদিকে, সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের বিষয়। তিনি বলেন, সমাবর্তন অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখার জন্য সব ধরনের চেষ্টা করা হবে। তিনি সমাবর্তন অনুষ্ঠান সফল করার জন্য প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।
… [Trackback]
[…] Info on that Topic: dailyshongbad.com/2017/12/29/সিকৃবির-প্রথম-সমাবর্তনে/ […]