সংবাদ ডেস্ক :: গোলাপগঞ্জ পৌর এলাকার টিকরবাড়িস্থ রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল) এর প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুইজন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিকট শব্দে এ বিস্ফোরন ঘটে। এতে আশাপাশ এলাকার লোকজন আতংকিত হয়ে পড়েন।

অগ্নিদগ্ধ দু’জন হলেন, আরপিজিসিএলের ফিল্ড ম্যানেজার মনোয়ার আহমদ (৪৫) ও মেকানিক সাঈম উদ্দিন (৩৪)। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও আরপিজিসিএল এর অফিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পেট্রোলের রিজার্ভ ট্যাংকের পাইপলাইনের ভেতরের পেট্রল সাপ্লাই লাইনের একটি পাইপ থেকে তরল পদার্থ বের হতে দেখে নিরাপত্তারক্ষীরা ফিল্ড ম্যানেজারকে অবহিত করেন। ফিল্ড ম্যানেজার মনোয়ার লিকেজ দিয়ে বের হওয়া তরল পদার্থকে পানি বলে শনাক্ত করেন। তিনি পানি কিনা নিশ্চিত হতে দেয়াশলাই দিয়ে আগুন ধরানোর সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরন ঘটে। বিষ্ফোরনের শব্দে ভুমিকম্পের মতো চারদিক কেঁপে ওঠে। এসময় মনোয়ার আহমদ ও তার সাথে থাকা মেকানিক সাইফ উদ্দিন অগ্নিদগ্ধ হন। সাথে সাথে স্থানীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরপিজিসিএলের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আবু জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত মনোয়ার ও সাইফের চিকিৎসায় ব্যস্ত থাকায় ঘটনার বিস্তারিত বলতে পারছেন না। শনিবার উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে আসছেন বলেও জানান তিনি।

অপরদিকে, এ ঘটনার পর পর আরপিজিসিএলের ডিজিএম এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

স্থানীয় কাউন্সিলর রুহিন আহমদ খান জানান, শুক্রবারে সৃষ্ট অগ্নিকান্ডের ঘটনার পর পুরো এলাকার লোকজন রয়েছেন আতংকের মধ্যে। উপজেলায় ফায়ার ষ্টেশন না থাকা উদ্বেগ-আতংক আরও বাড়িয়ে দিয়েছে লোকজনদের মধ্যে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) এ কে এম ফজলুল হক শিবলী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আমার জানা নেই।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here