সংবাদ ডেস্ক :: ৩৮তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা শুক্রবার। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুইশো নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এই পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে দুটি করে মেটাল ডিটেক্টর থাকবে। নারী পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে সহায়তায় থাকবে নারী পুলিশ সদস্য।
ইতিমধ্যে পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ জিনিসপত্র পাওয়া গেলে পিএসসি অধীনে অনুষ্ঠিত সব পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হবে। বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার নিষিদ্ধ থাকবে। সময় জানানোর জন্য পরীক্ষা কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে।
… [Trackback]
[…] Here you can find 39419 more Info on that Topic: dailyshongbad.com/2017/12/28/৩৮তম-বিসিএসের-প্রিলি-পরী/ […]
… [Trackback]
[…] Find More here on that Topic: dailyshongbad.com/2017/12/28/৩৮তম-বিসিএসের-প্রিলি-পরী/ […]