হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৮টা পর্যন্ত। কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
দুই ইউনিয়নে আওয়ামলীগ,বিএনপি ও স্বতন্ত্র মিলে ১৩ চেয়ারম্যান প্রার্থী এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে ৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়ন দুটিতে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৫৭৬ জন। এর মধ্যে, নুরপুর ইউনিয়নে ৯ হাজার ৮৪৭ ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে ৮ হাজার ৬৯৬ জসন ভোট রয়েছেন।
দুই ইউনিয়নে ১৮টি কেন্দ্রে পুলিশ, আনসারের পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ও র্যাবের মোবাইল টিম মাঠে কাজ করছে।
হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন।
… [Trackback]
[…] Info on that Topic: dailyshongbad.com/2017/12/28/হবিগঞ্জের-দুই-ইউনিয়নে-শা/ […]