সংবাদ ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ১১টি ভোটকেন্দ্রে সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। ফুলতলা ইউনিয়নের মোট ভোটার ১১ হাজার ৪৬২ জন।
এদিকে ১১টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে ৫৫ জন মেম্বার ও মহিলা মেম্বার রয়েছেন।
ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেযারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীতি প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান ফয়াজ আলী (ঘোড়া) এবং বিএনপি প্রার্থী বাবুল আহমদ (ধানের শীষ)।
জুড়ী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, ‘প্রতিটি কেন্দ্রে একজন উপ-পরিদর্শক ও চার জন সহকারী উপ-পরিদর্শক, ছয় জন কনস্টেবল, ১৭ জন আনসার রয়েছেন।’
মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ সংবাদ মাধ্যমকে  বলেন, ‘বিপুল উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কোনও গাফলাতি নেই।’
এদিকে কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উপ-নিবাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তকদির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ওয়ার্ডে ভোট ভোটার ১ হাজার ৬৭২ জন। তারমধ্যে তিন জন প্রার্থী ভোটে অংশ নিয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।’

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here