বিনোদন ডেস্ক : মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক অনুষ্ঠানে অংশ নিতে গত ২২ ডিসেম্বর বাংলাদেশের শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকা দেশটির রাজধানী কুয়ালালামপুর গিয়েছিলেন। পরদিন ‘বাংলাদেশি নাইটস’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা যোগ দেন। কিন্তু অনুষ্ঠানের আড়ালে আদম ব্যবসা করা হচ্ছে বলে অভিযোগ করে মালয়েশিয়া পুলিশ। এ জন্য পরিচালক অনন্য মামুনকে তারা আটক করে। জানা গেছে এ অভিযোগে মামুনের সহযোগী শ্যামসহ আরো ৫৭ জন আটক হয়েছেন।

এ ঘটনায় বিপাকে পড়েন অনুষ্ঠান করতে যাওয়া তারকারা। তারা কেউই আগে থেকে বিষয়টি জানতেন না। তবে তারা নিরাপদে আছেন এবং নিজ দায়িত্বে দেশে ফেরার চেষ্টা করছেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তারকা।

‘বাংলাদেশি নাইটস’-এ অংশ নেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, চিত্রনায়ক নিরব, ইমন, আমান রেজা, সাঞ্জু জন, আইরিন সুলতানা, আশনা হাবিব ভাবনা, তিথি কবিরসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনন্য মামুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here