সংবাদ ডেস্ক :: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ঝড়, ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪০ জনে দাঁড়িয়েছে। এই দুর্যোগে বহু লোক নিখোঁজ রয়েছে, যার সংখ্যা নিরূপণ করা যায়নি।
সোমবার সরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপি’র।
শুক্রবার গ্রীষ্মম-লীয় ঝড় তেম্বিন দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ে আঘাত হানে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, মিন্দানাওয়ের জাম্বোয়াঙ্গা উপদ্বীপে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে এবং লানাও ডেল সুর প্রদেশে বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, দ্বীপের উত্তরাঞ্চলে ঝড়ে আরো অন্তত ১৩৫ জনের মৃত্যু হয়েছে।
উদ্ধারকর্মীরা উপদ্রুত তিন এলাকায় নিখোঁজ ১০৭ জনের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
গত সপ্তাহের শেষে কয়েকশ’ বাড়িঘর আকস্মিক বন্যার স্রোতে ডুবে ও ভেসে গেছে। ভূমিধসে আরো অনেকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, মিন্দানাওয়ের প্রায় ১৩ হাজার পরিবারের অন্তত ৫২ হাজার মানুষ আশ্রয় শিবিরে বড়দিন উদযাপন করছেন।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here