সংবাদ ডেস্ক :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন ব্যান্ড দল মাইলসের বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক শাফিন আহমেদ।
ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে মেয়র পদে প্রার্থী হচ্ছেন তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ তার দলের পক্ষ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেন। শাফিন দলটির উচ্চ পরিষদ সদস্য। সংবাদ সম্মেলনে দলটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১ ডিসেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন এখন সে পদের উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ফেব্রুয়ারির শেষে নির্বাচন হতে পারে বলে ইসির ভারপ্রাপ্ত সচিব জানিয়েছেন।
… [Trackback]
[…] Find More on to that Topic: dailyshongbad.com/2017/12/26/ঢাকা-উত্তরের-মেয়র-প্রার্/ […]