সংবাদ ডেস্ক ::  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের এক গুরুত্বপূর্ণ কর্মী সভা আগামী শনিবার সকাল ১০টায় নগরীর দরগাগেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
অনুষ্ঠানের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্য, সিলেট জেলার বিএনপি দলীয় সাবেক সকল সংসদ সদস্য ও বিগত সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীগণ, বিএনপি সিলেট মহানগরের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং ২৭টি ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ১নং সহ-সভাপতি ও ১নং যুগ্ম সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের বিএনপি দলীয় সকল কাউন্সিলর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিলেট মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত থেকে কর্মী সভাকে সফল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here