মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজার সদর হাসপাতালে দায়িত্বরত নার্সের অবহেলায় বোরহান মিয়া নামে তিন মাসের একটি শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশু বোরহান মিয়া রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের মক্তছির মিয়ার ছেলে।
মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র নার্স রীতা রাণী দেব সংবাদ মাধ্যমকে বলেন, ‘সিবিআর নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাদের খাবার খাওয়ানোর বিষয়ে সাবধান থাকতে হয়। কিন্তু তারা বাচ্চাটিকে দুধ পান করিয়েছে। ফলে খাদ্যনালীর বাইরে দুধ চলে যাওয়ায় বাচ্চাটি মারা যায়। রোগীর অবস্থার অবনতির বিষয়টি অভিভাবকরা আমাদের জানাতে দেরি করেছেন। আমরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।’
জানতে চাইলে মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ডা.শহিদুল ইসলাম খান শিশুটির মৃত্যুর ব্যাপারে কোনও কথা বলতে রাজি হননি।
মৌলভীবাজার সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তীর মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সুহেল আহম্মদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
… [Trackback]
[…] Read More Information here to that Topic: dailyshongbad.com/2017/12/24/মৌলভীবাজার-সদর-হাসপাতালে/ […]
… [Trackback]
[…] Read More Info here on that Topic: dailyshongbad.com/2017/12/24/মৌলভীবাজার-সদর-হাসপাতালে/ […]