সংবাদ ডেস্ক :: বেতন বৈষম্য দূর করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের আমরন অনশন দ্বিতীয় দিনের মতো আজ রবিবারও চলছে।
উল্লেখ্য, প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী প্রধান শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের এক দফা দাবিতে শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট।
শনিবার সকালে এ অনশন শুরু করে দেশের সাড়ে তিন লাখ শিক্ষকদের এই সংগঠন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন করার ঘোষণা দেন তারা। মহাজোটের অধীনে রয়েছে ১০টি সংগঠন। অনশন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার শিক্ষক।
এদিকে আন্দোলনে এসে জাহাঙ্গীর আলম নামে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের বিলরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।
অনশন কর্মসুচিতে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি তপন কুমার, সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান, জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহীনুর আক্তার, সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, সহ-সভাপতি নুরে আলম সিদ্দিকী রবিউল প্রমুখ।
… [Trackback]
[…] There you can find 86293 additional Information on that Topic: dailyshongbad.com/2017/12/24/বেতন-বৈষম্য-প্রাথমিক-শিক/ […]
… [Trackback]
[…] Find More to that Topic: dailyshongbad.com/2017/12/24/বেতন-বৈষম্য-প্রাথমিক-শিক/ […]
… [Trackback]
[…] Find More Info here on that Topic: dailyshongbad.com/2017/12/24/বেতন-বৈষম্য-প্রাথমিক-শিক/ […]