সংবাদ ডেস্ক ::  ২০১৭ সাল যাই যাই করছে। আসছে নতুন বছর। ২০১৮ সালের শুরুতেই রয়েছে কিছু শুভ দিন। তাই শুভ দিনেই শুভ কাজগুলো করে নেওয়া ভালো। আসুন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জেনে নেই শুভ দিনগুলো সম্পর্কে-

২১ জানুয়ারি
পঞ্চমী তিথি শুরু হবে ২১ জানুয়ারি বিকেল ৩টা ৩৩ মিনিটে।

২২ জানুয়ারি
এদিন সরস্বতী পঞ্চমী। পঞ্চমী তিথি শেষ হবে ২২ জানুয়ারি ৪টা ২৪ মিনিটে। বসন্ত পঞ্চমী পুজা শুরু হবে সকাল ৬টা ২২ মিনিটে।

২৩ জানুয়ারি
বসন্ত পঞ্চমী পুজা শেষ হবে ১১টা ৪৮ মিনিটে।

২৪ ফেব্রুয়ারি
দিনটি যেকোনো শুভ কাজের জন্য উপযুক্ত। এদিন রোহিনী ও মৃগশীরষা নবমী ও দশমীর দিন।

astro

১ মার্চ
এদিন মাঘ পূর্ণিমা। শুভ লগ্নের সূচনা হবে রাত ৯টা ৭ মিনিটে। শেষ হবে রাত ১টা ১৫ মিনিটে। শুভ কাজ করার পক্ষে এ লগ্ন খুবই ভালো।

৫ মার্চ
স্বাতী চতুর্থী ও পঞ্চমীর দিন এটি। রাত ৯টা ৪৮ মিনিটে শুরু হবে শুভলগ্ন। থাকবে পরদিন সকাল ৬টা পর্যন্ত।

৬ মার্চ
স্বাতী পঞ্চমীর দিন। শুভ কাজের পক্ষে আরও একটি ভালো দিন। শুভলগ্ন থাকবে সকাল ৬টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১৬ মিনিট পর্যন্ত।

৮ মার্চ
অনুরাধা সপ্তমীর দিন। শুভলগ্নের শুরু এবং শেষ বিকেল ৪টা ১৭ মিনিট থেকে রাত সোয়া ২টা পর্যন্ত।

১০ মার্চ
মুলা নবমী। শুভলগ্ন শুরু ১১টা ৪৩ মিনিটে। শেষ রাত ৮টা ১৩ মিনিটে।

astro

১২ মার্চ
উত্তরা আশোধা একাদশীর দিন। শুভলগ্ন শুরু দুপুর ১২টা ৪৩ মিনিটে। চলবে রাত ১০টা ০৯ মিনিটে।

১৩ এপ্রিল
চৈত্র সংক্রান্তির দিন। বাঙালিরা দিনটিকে প্রবলভাবে মানেন। সংক্রান্তি শুরু হবে সকাল ৮টা ২৭ মিনিটে।

১৪ এপ্রিল
বাংলা নববর্ষ। দিনটি সবসময়ই মঙ্গলময়। শুভ কাজের জন্য দিনটি অনেক ভালো।

১৯ এপ্রিল
রোহিনী চতুর্দশী ও মৃগশীরষা পঞ্চমীর দিন। শুভলগ্নের সূচনা ভোর ৫টা ৫৬ মিনিটে। শেষ হবে দুপুর ১টা ৪৯ মিনিটে।

২৪ এপ্রিল
মাঘ দশমী দিন। শুভলগ্নের সূচনা রাত ১১টা ১৬ মিনিটে। শেষ হবে ভোর ৫টা ৫৬ মিনিটে।

২৮ এপ্রিল
হস্ত ত্রায়োদশী ও চতুর্দশী। শুভলগ্ন শুরু ভোর ৫টা ৫৬ মিনিটে। শেষ হবে বিকেল ৩টা ২৩ মিনিটে।

৩০ এপ্রিল
স্বাতী পূর্ণিমা এবং প্রতিপদ রয়েছে এদিনে। শুভলগ্ন শুরু ভোর ৫টা ৫৬ মিনিটে এবং শেষ হবে বেলা ১১টা ৫৪ মিনিটে।

2 COMMENTS

  1. Heey wouyld yyou miond sharing wwhich blog platfoirm you’re workng with?
    I’m going tto start mmy own blog ssoon butt I’m havig a difficullt time selectung between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.

    Thhe resson I ask is because your dsign seems
    different then moost blogs and I’m looking for somkething completely unique.
    P.S My apologies foor beijg off-topic buut I
    haad to ask!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here