সংবাদ ডেস্ক :: আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হবে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সারা বিশ্বে পালিত হবে দিনটি।

পিছিয়ে নেই বাংলাদেশও। বন্দর নগরী সিলেটসহ সারা বাংলাদেশেই খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে চলছে সাজ সাজ রব। যীশুর গোয়াল ঘর, ক্রিসমাস ট্রি থেকে শুরু করে প্রতিটি ঘর আকর্ষণীয় সাজে সাজানো হচ্ছে। পাশাপাশি গির্জাগুলোতেও চলছে এক রকম উৎসবমুখর। তাই এ উপলক্ষে নগরীর হোটেলগুলোতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

উৎসবের আলোয় নিজেদের রাঙিয়ে তুলতে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ।

বেথেলহেমের গোয়াল ঘরে জরাজীর্ণ পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন যীশু। আর তারই আদলে প্রতিটি খ্রিস্টান পরিবারে সাজানো হচ্ছে গোয়াল ঘর। এছাড়া বড়দিনের যে মূল আকর্ষণ ক্রিসমাস ট্রি তাও বিভিন্ন উপহার সামগ্রী ও কার্ডের মাধ্যমে সাজানো হচ্ছে। সেই সাথে প্রতিটি ঘরই বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হচ্ছে।

শিশুদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি আনন্দ। যে কোন উৎসবেই সবচেয়ে বেশি আনন্দের ঢেউ লাগে তাদের মনে। এবারও তার ব্যতিক্রম নয়। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে তারা। বড়দিনে তাদেরও রয়েছে নানান ধরনের পরিকল্পনা।

বড়দিনে দেশী-বিদেশী দর্শনার্থীদের কথা মাথায় রেখে নগরীর নামিদামী তারকা হোটেলগুলোতে নেয়া হয়েছে নানা ধরনের ব্যবস্থা। ক’দিন ধরেই নাচে-গানে চলছে গ্রাহকদের আকর্ষণ করার প্রস্ততি।

বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় ও দেশের সকল মানুষ যাতে সুখে, শান্তিতে বসবাস করতে পারে সেই জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here