সংবাদ ডেস্ক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের কাতার প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় তিন নারীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামের বাসিন্দা ও নিহত গৃহবধূর চাচা শ্বশুর শরাফত আলীর স্ত্রী আলিফজান (৪২), একই বাড়ির মৃত আহমদ আলীর স্ত্রী ও নিহত গৃহবধূর সৎ শাশুড়ি মনোয়ারা বেগম ওরফে চলিতা বেগম (৫৬) ও নিহত গৃহবধূর জা নাছিমা বেগম (২৫)। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউছুফ বাংলা ট্রিবিউনকে শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে তাদেরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নিহত গৃহবধূ মাজেদার চাচাতো ভাই ইমরান আলী বৃহস্পতিবার (২১ডিসেম্বর) রাতে মামলা করেন। এতে মাজেদার বেগমের চাচা শ্বশুর শরাফত আলীকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম (২৫) ও মেয়ে লাবণী বেগমের (৫) ঝুলন্ত লাশ এবং ঘরের মেঝে থেকে ছেলে ফারুক মিয়ার (৩) লাশ উদ্ধার করে পুলিশ।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর বলেন, ‘গ্রেফতার তিন নারীকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।’
মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউছুফ সংবাদ মাধ্যমকে বলেন, ‘বাদীর অভিযোগ আমলে নিয়ে তদন্ত কাজ চলছে। গ্রেফতার নারীদের কাছ থেকে কোনও তথ্য পাওয়া যায়নি।’
… [Trackback]
[…] Read More Information here on that Topic: dailyshongbad.com/2017/12/23/বড়লেখায়-প্রবাসীর-স্ত্রী/ […]