: ট্রেন্ট বোল্ট একাই শেষ করে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩৪ রান খরচায় পেয়েছেন ৭ উইকেটে। ক্রাইস্টচার্চে তার বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১২১ রানে অলআউট করেছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৫ রান করা কিউইরা পেয়েছে ২০৪ রানের বিশাল জয়। যাতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা ২-০ ব্যবধানে।
তিন হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ডের স্কোর যায় ৩২৫ রান পর্যন্ত। ওপেনার জর্জ ওয়ার্কার, রস টেলরের পর হাফসেঞ্চুরি পূরণ করেন হেনরি নিকোলস। উদ্বোধনী জুটিতে ওয়ার্কারের সঙ্গে ৫০ রান যোগ করেন কলিন মুনরো। ৩০ রান করে মুনরোর আউটের পর নাইল ব্রুম (৬) ফিরে যান দ্রুত। তবে টেলর ও ওয়ার্কার পরিস্থিতি স্বাভাবিক করেন অসাধারণ ব্যাটিংয়ে। হাফসেঞ্চুরি পূরণ করে ৫৮ রানে প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্কার। আর টেলর নামের পাশে যোগ করেন ৫৭ রান।
তবে কিউইদের স্কোর অতদূর যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা নিকোলসের। ছয় নম্বরে নেমে তিনি অপরাজিত ছিলেন ৮৩ রানে। তার সঙ্গে টড অ্যাশটেল ৪৫ বলে করেন ৪৯ রান।
৩২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বোল্ট ঝড়ে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়ে ২৮ ওভারেই জয় এনে দেন তিনি নিউজিল্যান্ডকে। ১০-৩-৩৪-৭, এটা শুধু বোল্টের ক্যারিয়ারসেরা বোলিং ফিগারই নয়, ওয়ানডেতে নিউজিল্যান্ডের দ্বিতীয় সেরা বোলিংও। ২০১৫ সালের বিশ্বকাপে তার পেস বোলিং পার্টনার টিম সাউদির ৩৩ রানে পাওয়া ৭ উইকেট রয়েছে তালিকার শীর্ষে।
বোল্ট তোপে ১২১ রানে অলআউট হওয়া ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন অ্যাশলে নার্স। শাই হোপ ২৩, জেসন মোহাম্মদ ১৮ ও জেসন হোল্ডার করেন ১৩ রান। ক্রিকইনফো।
… [Trackback]
[…] There you will find 77815 more Information on that Topic: dailyshongbad.com/2017/12/23/বোল্ট-তোপে-সিরিজ-নিউজিল্/ […]
… [Trackback]
[…] Find More Information here on that Topic: dailyshongbad.com/2017/12/23/বোল্ট-তোপে-সিরিজ-নিউজিল্/ […]
… [Trackback]
[…] Read More on to that Topic: dailyshongbad.com/2017/12/23/বোল্ট-তোপে-সিরিজ-নিউজিল্/ […]