সংবাদ ডেস্ক :: বলিউড সেলিব্রেটিদের যেন বিয়ের ধুম পড়ে গেছে। এই তো কয়েকদিন আগেই ইতালিতে সাত পাকে বাধা পড়লেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এই রেস কাটতে না কাটতেই আরেক বলিউড অভিনেত্রীর বিয়ের গুঞ্জন উঠেছে।
ইতোমধ্যেই শোনা যাচ্ছে, সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া বিয়ের পিঁড়িতে বসতে মনের মতো পাত্র খুঁজছেন।
তাই তো তারকাদের বিয়ে নিয়েই বেশ দারুণ সময় কেটে যাচ্ছে পাপারাজ্জিদের। ভারতীয় মিডিয়া গুলোতে হই চই পড়ে গেছে।
সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া তার বিয়ে নিয়ে খোলাখুলি কথা বলেছেন। ওই এ্যাওয়ার্ড অনুষ্ঠানে কেন বিয়ে করছেন না প্রিয়াংকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিয়ে পরিকল্পনা করে হয় না। উপযুক্ত কাউকে পেলে আমি বিয়ে করতে মানসিকভাবে প্রস্তুত।’ খবর মিডডের।
প্রিয়াংকা চোপড়া বর্তমানে বলিউডের পাশাপাশি হলিউডেও জনপ্রিয়। তিনি বলিউড ও হলিউডের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এদিকে, মেয়ের বিয়ে নিয়ে কোনো তাড়া নেই বলে কিছু দিন সংবাদমাধ্যমে প্রিয়াংকার মা মধু চোপড়া এমনটাই জানিয়েছিলেন।
বর্তমানে সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া সঞ্জয় লীলা বানসালির ‘গুস্তাখিয়া’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন।
… [Trackback]
[…] Read More Information here on that Topic: dailyshongbad.com/2017/12/23/পাত্রের-খোঁজে-প্রিয়াংকা/ […]
… [Trackback]
[…] Read More Information here to that Topic: dailyshongbad.com/2017/12/23/পাত্রের-খোঁজে-প্রিয়াংকা/ […]
… [Trackback]
[…] There you can find 38547 more Info to that Topic: dailyshongbad.com/2017/12/23/পাত্রের-খোঁজে-প্রিয়াংকা/ […]