গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। প্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে। তা না হলে আবারও মীরজাফরের উত্তরসূরীরা ক্ষমতায় এসে সন্ত্রাস ও বোমাবাজি রাজত্ব কায়েম করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করবে। তিনি বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির হাত ধরে বাংলাদেশ শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা সদরে কেন্দ্রীয় বাসটার্মিনালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ শাহনাজের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, বিশেষ অতিথি’র বক্তব্যে দেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমাইয়ুন ইসলাম কামাল, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী সদস্য জামিল আহমদ, আব্দুল ওয়াহাব জোয়ারদার, মহানগর সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি পিযুষ কান্তি দে, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, যুগ্ন সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, এমদাদ রহমান, নাট্য বিষয়ক সম্পাদক বিক্রম কর সম্্রাট ও মহানগর ছাত্রলীগ নেতা সজল দাস অনিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন, শেখ সাইদুর রহমান দুলাল, ইমরান আহমদ চৌধুরী রাজিব, জালাল আহমদ, জুনেদ আহমদ লিটন, এমদাদুর রহমান, লিটন আহমদ, তোফায়েল আহমদ, এনামুল হক এনাম, আল আমিন, শাহ আলম, জিয়ার জাকের, আলীম উদ্দিন, শিবলী আহমদ, সাদেক আহমদ, কাওছার আহমদ ও মারুফ আহমদ,উপজেলা ছাত্রলীগ নেতা আবু তাহের নাহিন, পৌর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, ছাদেক আহমদ, হাবিবুর রহমান হাবিব, শিব্বির আহমদ, আলাউদ্দিন, আল-আমীন, এনামুল হক এনাম, জিল্লুর রহমান জিলু, মঞ্জুর আহমদ খান, অপু খান বদই ও শিমু চক্রবর্তী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here