সংবাদ ডেস্ক :: সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড পালিত হবে আগামী ২৩ ডিসেম্বর শনিবার। এ ক্যাম্পেইনর মাধ্যমে সারাদেশে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বুধবার নগর ভবনে আয়োজন করা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় জানানো হয়, ২য় রাউন্ডে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা
ধরা হয়েছে ৬ থেকে ১১ মাস বয়সের ৬৮ হাজার ৭৬৯ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ ৬ হাজার ৭৭৭ জন শিশু।
সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় ডা. মাহমুদা আলী জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার মাধ্যমে শরীরের চাহিদা মেটায়ম কেননা ভিটামিন ‘এ’ মানবদেহে তৈরি হয় না।
তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা, রক্তশূন্যতা, শারীরিক স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় ও ত্বক মলীন হয়ে যায়।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, বছরে ২ বার ভিটামিন এ’ এর অভাব পূরনে সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মশালায় ডা. ইমদাদুল হক, ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ২৫টির বেশি খেলে সে অসুস্থ হয়ে যাবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫টি অঞ্চলের আওতাধীন ৩৬টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পরিচালনা করার জন্য ১ হাজার ৪৯৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে স্থায়ী কেন্দ রয়েছে ৪৯টি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ হাজার ৯৯৮ জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রথম সারির সুপারভাইজার ১৮৩ জন এবং দ্বিতীয় সারির সুপারভাইজার ১০৩ জন থাকবেন, এরা স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখা শুনা করবেন।
এ ছাড়া মসজিদের ইমামকে চিঠি দেওয়া হয়েছে, তারা যাতে মসজিদে সাধারণ মুসল্লিদের জানিয়ে দেন। প্রগ্রামের দিন সকাল থেকে মাইকিং করা হবে বলে জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান।