সংবাদ ডেস্ক :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২২৮) থেকে সিগারেটের চালানটি জব্দ করেন বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমস সূত্র জানায়, বিমানের ফ্লাইট থেকে নামানো মালামাল স্কেনিং করার সময় সিগারেটের চালান শনাক্ত করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
… [Trackback]
[…] Information on that Topic: dailyshongbad.com/2017/12/20/ওসমানী-বিমানবন্দরে-এক-হা/ […]