সুনামগঞ্জ সংবাদদাতা ::  সুনামগঞ্জের দিরাইয়ে বখাটের হাতে এসএসসি পরীক্ষার্থী হুমায়ারা আক্তার মুন্নী নিহত হওয়ার ঘটনায় দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকালে মুন্নীর মা থানায় উপস্থিত হয়ে ইয়াহিয়া ও তানভীরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ সময় বাদী ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান।

এ ঘটনায় মামলার অন্যতম আসামি তানভীরকে দিরাই থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মামলা দায়ের করার বিষয়টি জানান।

তিনি জানান, এ ঘটনায় দুই জনকে আসামি করে আজ বিকাল ৫ টায় দিরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। একজনকে আজ গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি ইয়াহিয়াকে গ্রেফতারের পুলিশের অভিাযান অব্যহত রয়েছে।

বাদী ও নিহত মুন্নীর মা রাহেলা বেগম জানান, তাদের প্রতিবেশীর ছেলে তানভির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আজ বিকালে তিনি বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

দিরাইয়ের বাসিন্দা সিলেট কোর্টের এপিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে গ্রহণ করে দ্রুত আসামিদের শাস্তি দেওয়ার দাবি জানান।

অভিযুক্ত ইয়াহিয়ার মা হামিদা আক্তার জানান, তার ছেলে ঘৃণ্যকাজ করেছে। এজন্য তিনিও ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির আশা করেন।

তিনি আরও জানান, আর কারও যেন এ ধরনের ঘটনা না ঘটে।

পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেন, দিরাইয়ের চাঞ্চল্যকর মুন্নী হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে অন্যতম আসামী তানভীরকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি ইয়াহিয়াকে গ্রেফতারে ডিবি, এসবিসহ ইন্টেলিজেন্স টিম কাজ করছে। দ্রুত তাকে গ্রেফতার করা হবে বলে তিনি আশ্বাস দেন।

4 COMMENTS

  1. … [Trackback]

    […] Find More on that Topic: dailyshongbad.com/2017/12/19/সুনামগঞ্জে-মুন্নী-হত্যাক/ […]

  2. … [Trackback]

    […] There you will find 5463 additional Information on that Topic: dailyshongbad.com/2017/12/19/সুনামগঞ্জে-মুন্নী-হত্যাক/ […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here