সংবাদ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উড়াল সেতু থেকে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে মহাসড়কের ওপর পড়েছে। এতে ৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার সকালে ডুপোন্টো নামক স্থানে উড়াল সড়ক থেকে ট্রেনটি লাইনচ্যুত হয়ে কিছু গাড়ির ওপর পড়ে।

পোর্টল্যান্ড থেকে সিয়াটল যাওয়ার পথে অ্যামট্র্যাক নামের ট্রেনটি লাইনচ্যুত হয়ে এর বগি নিচে পড়ে যায়। স্থানীয় পুলিশের প্রধান এড ট্রয়ার সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে মোট কতজন নিহত হয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তিনি জানান, যানবাহনের কোনো যাত্রী মারা যায়নি। তবে আহত ১০০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
অ্যামট্র্যাকের যাত্রী ক্রিস কার্নেস বলেন, হঠাৎ করেই আমরা প্রচণ্ড ধাক্কা খেলাম। জানালা ভেঙে লাফ দিয়ে জীবন বাঁচিয়েছি। কারণ জরুরিভিত্তিতে বের হওয়ার জন্য যে জানালা আছে সেটি কাজ করছিল না। মনে হলো পাহাড় থেকে পড়ছি। ট্রেনটিতে অন্তত ৭৫ আরোহী ছিল। রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here