সংবাদ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীনের হাতে লাঞ্ছিত হয়েছেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজের কক্ষে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন  মহিলা কাউন্সিলর শামীমা।

এই খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের কর্মচারী সংসদের নেতাসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে কাউন্সিলর শামীমা স্বাধীনের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এরপর মেয়র আরিফুল হক চৌধুরী উত্তেজিত কর্মকর্তা-কর্মচারীদের  নিজ নিজ কাজে যাওয়ার অনুরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের উন্নয়ন কাজের টেন্ডার হয়। এতে মহিলা কাউন্সিলর ও পুরুষ কাউন্সিলরদের সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। কাউন্সিলর শামীমা স্বাধীন তার সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর কাজ আরও বেশি পরিমাণে নেওয়ার জন্য প্রকৌশলী নূর আজিজকে চাপ প্রয়োগ করতে শুরু করেন। মঙ্গলবার তিনি দুপুরে প্রধান প্রকৌশলীর সঙ্গে দেখা করে কাজের ফাইল খুঁজতে থাকেন। এসময় তাকে এসব ফাইল মেয়রের কাছে পাঠানো হয়ে গেছে বলার পর পরই শামীমা স্বাধীন তার ওপর হাত তোলেন।

এদিকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রধান প্রকৌশলীকে লাঞ্চিত করার অপরাধে মহিলা কাউন্সিলর শামীম স্বাধীনকে বরখাস্ত করার সুপারিশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বুধবার চিঠি পাঠানো হবে। করপোরেশনের ভেতরে যে ঘটনা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত।’

তিনি আরও বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর সিলেট সিটি করপোরেশনের নবনির্মিত ভবনের উদ্বোধন হবে। সেসময় সিলেটের সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এ বিষয়ে অবগত করা হবে।’ মেয়র সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচাচীদের যার যার কাজে যোগদান করার জন্য অনুরোধ জানালে তারা কোনও ধরণের কর্মসূচি না দিয়ে কাজে যোগদান করেন।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন তার ওয়ার্ডগুলোর উন্নয়ন কাজ বেশি করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এসময় তিনি আমার অফিসে ফাইল খুঁজতে থাকেন। উন্নয়ন কাজের ফাইলগুলো মেয়র মহোদয়ের কাছে পাঠানো হয়ে গেছে বলে জানালে তিনি আমার ওপর চড়াও হন এবং লাঞ্ছিত করেন।’

এ ব্যাপারে মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here