প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন

 

সংবাদ ডেস্ক :: আজ মঙ্গলবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। এ কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাপাসহ অন্যান্য দলের প্রার্থী এবং দলের কেন্দ্রীয়-স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা নিজেদের পক্ষে রায় নিতে মরিয়া হয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। এর ফলে উত্তপ্ত হয়ে পড়েছে রংপুরের রাজনৈতিক অঙ্গন। প্রশাসনও নিয়েছে ব্যাপক প্রস্তুতি।

রিটার্নিং ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ও বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলাকে আচরণবিধি লংঘনের দায়ে দ্বিতীয় দফা শোকজ করা হয়েছে।
এছাড়া গত কয়েক দিনে বিভিন্ন প্রার্থীর কাছে আচরণবিধি লংঘনের দায়ে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ২৬ হাজার টাকা। তিনি জানান, আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। তিনি বলেন, রংপুর বেগম রোকেয়া কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং লায়ন্স কিন্ডার গার্টেন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here