সংবাদ ডেস্ক ::

ফেক আইডি খুলে প্রেম
এক সুন্দরী ফেসবুক আইডি খুললো। একটু পর থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে শুরু করলো ইচ্ছেমতো। একটু পরে এক হ্যান্ডসাম ছেলের মেসেজ এলো সুন্দরীর আইডিতে।
ছেলে : হাই বেবি।
মেয়ে : হ্যালো।
ছেলে : তুমি অনেক দুষ্টু।
মেয়ে : তুমি অনেক ফাজিল।
ছেলে : মানে! আমি কি ফাজলামো করলাম?
মেয়ে : মেয়ে দেখলেই খালি মেসেজ দাও।

এভাবে অনেকদিন চলার পর ছেলে আর মেয়ের রিলেশন হলো। ছেলের কৃপণ বাবার পকেট মেরে প্রতিদিন টাকা পাঠাতো মেয়ের হাতখরচের জন্য। একদিন ছেলে দেখে যে, তার বাবাও ফেসবুক চালাচ্ছে। ছেলে বাবাকে হুমকি দিয়ে বললো-
ছেলে : বাবা, তুমি আমাকে একটাকাও দাও না। আবার ফেসবুক চালাও? দাঁড়াও, আম্মুকে বলছি।
বাবা : তরে হাতখরচ দেওয়ার দরকার কী? তুই তো প্রতিদিন আমার পকেট মাইরা তোর গার্লফ্রেন্ডরে দিতাছোস।
ছেলে : তুমি জানো কিভাবে?
বাবা : তুই যে মাইয়ার লগে প্রেম করোছ, ওইডা আমার ফেইক আইডি।

তিন মাতালের অস্ট্রেলিয়া যাওয়া
তিন জন ক্রিকেটপ্রেমী মদ খেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে-
১ম মাতাল : চল বন্ধু, আমরা অস্ট্রেলিয়া চলে যাই। তাহলে ক্রিকেট খেলাও দেখা হবে, আর মদও খাওয়া যাবে।
২য় মাতাল : আমি কিন্তু তোদের মতো হেঁটে যেতে পারব না। আমার কাছে অনেক টাকা আছে। আমি সিএনজিতে করে যাব।

এমন সময় এক সিএনজিওয়ালাকে দাঁড় করিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলতেই ড্রাইভার বুঝতে পারলো, এরা মাতাল হলেও অনেক ধনী। তাই সে বুদ্ধি করে তাদেরকে দশ হাজার টাকার বিনিময়ে গাড়িতে উঠতে বলল। এরপর কিছুক্ষণ গাড়িটি চালু করে এক জায়গাতেই রেখে দিলো। ২ মিনিট পর বলল-
ড্রাইভার : আমরা এখন অস্ট্রোলিয়া আছি। নামুন এবার।
১ম মাতাল : ওই তো বিদেশি মদের দোকান দেখা যাচ্ছে। চল চল।
২য় মাতাল : ড্রাইভারটা তো খুব ভালো গাড়ি চালায়।
৩য় মাতাল : শালা, এতো জোরে কেউ গাড়ি চালায়? যদি অ্যাক্সিডেন্ট হইতো!

বিদ্যুৎ আবিষ্কার না হলে কী হতো
শ্রেণিকক্ষে শিক্ষক বিজ্ঞান পড়াচ্ছেন-
শিক্ষক : এই বল্টু, তুই দাঁড়া।
পল্টু : জ্বি স্যার।
শিক্ষক : বল তো বিদ্যুৎ আবিষ্কার না হলে কী হতো?
পল্টু : কী আর হতো? হারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো।

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here